উমরাংশুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডাম্পারের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু দুই বাইক আরোহীর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : ডিমা হাসাও জেলায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি। এই দুর্ঘটনা সংঘটিত হয় ডিমা হাসাও জেলার উমরাংশু লংকু পুলিশ ছাউনির অন্তর্গত ২৮ কিলোতে। শনিবার বেলা ১১ টা নাগাদ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএস ০৯ -জি ৮৪১৬ নম্বরের একটি বাইক চেপে দুজন উমরাংশু থেকে লংকার উদ্দেশ্যে যাচ্ছিলেন উল্টো দিক থেকে অর্থাৎ লংকা থেকে উমরাংশু অভিমুখে আসছিল এএস০৯ সি ৭৯৫৭ নম্বেরর ডাম্পার গাড়ি। ২৮ কিলো এলাকায় বাইক ও ডাম্পারে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনা স্থলেই মৃত্যু ঘটে বাইকে থাকা দুই ব্যক্তির। ডাম্পার গাড়িটি বাইক বহু দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায় এতে এক আরোহীর মুখ মণ্ডল সম্পূর্ণ থেতলে যায়।

উমরাংশুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ডাম্পারের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু দুই বাইক আরোহীর

এদিকে, দুর্ঘটনা পর ডাম্পার গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও উমরাংশু পুলিশ ঘাতক ডাম্পারটিকে ১৯ কিলো থেকে আটক করতে সক্ষম হয়। সড়ক দুর্ঘটনা নিহত হওয়া দুই ব্যক্তি হচ্ছে ক্লোরসন হানসে (১৭) বাড়ি উমরাংশুর সিকিলাংশুতে এবং পবিত্র বে (৩৯) বাড়ি পশ্চিম কার্বি-আংলং জেলার খেরনির চাংবং গ্রামে। ঘটনার খবর পেয়ে লংকু পুলিশ ছাউনি থেকে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়। উল্লেখ্য, গত এক সপ্তাহে উমরাংশু লংকা সড়ক পথে দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
বিশেষ প্রতিবেদক, হাফলং।

Author

Spread the News