ভোট শেষে মথা সমর্থকদের হামলায় অসম পুলিশের দুই কর্মী গুরুতর আহত

বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : ভোট শেষে রাজনৈতিক সন্ত্রাস মাথাচাড়া দিয়েছে গোটা ত্রিপুরায়। বাড়িঘর ভাঙচুর, অগ্নিকাণ্ডের ঘটনা সহ মারধরের অভিযোগ উঠছে রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে। এরই মধ্যে শুক্রবার রাতে নতুন বাজার সুকান্ত কলোনি এলাকায় একটি গৃহস্থের খড়ের মুড়ল পুড়লো আগুনে।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মোহকুমার পানিসাগর অগ্নিপাশা বালকমণি সুকল মডেল ভোট কেন্দ্রের বাইরে তিপরা মথা সমর্থকদের হামলায় দুই অসম পুলিশ কর্মীও গুরুতর আহত হয়েছে৷ দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল৷ খবর পেয়ে পানিসাগর থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

ভোট শেষে মথা সমর্থকদের হামলায় অসম পুলিশের দুই কর্মী গুরুতর আহত

জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ভোট গ্রহণ বিলম্বিত হওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়৷ তিপরা মথা কর্মীর সমর্থকরা সেখানে ভিড় জমাতে শুরু করে৷ ইভিএম গুলি ভোট কেন্দ্র থেকে রেকর্ডিং অফিসারের অফিসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় বলে অভিযোগ৷ তখন বাধ্য হয়ে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা মৃদু লাঠিচার্জ করে৷ তাতে ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে৷

ভোট শেষে মথা সমর্থকদের হামলায় অসম পুলিশের দুই কর্মী গুরুতর আহত

এ দিকে, শুক্রবার ১১ টা নাগাদ। ক্ষতিগ্রস্ত দিলীপ দাস জানান কে বা কারা এই খরের মুড়লে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু এলাকাবাসীরা দেখতে পেয়ে ছুটে এসে এলাকার মানুষরা সাথে সাথে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবি : DD TRIPURA থেকে নেওয়া।

Author

Spread the News