জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়নে শরিফনগর এলপি স্কুলে টুইনিং অনুষ্ঠান

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : নতুন জাতীয় শিক্ষানীতির কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী শরিফনগর ১১০ নং এলপি স্কুল ও শরিফনগর মডেল অ্য়াকাডেমি স্কুলের যৌথ উদ্যোগে শনিবার শরিফনগর এলপি স্কুল প্রাঙ্গনে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হল টুইনিং অনুষ্ঠান। শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় বৃদ্ধি ও ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি এক আনন্দঘন ও শিক্ষামূলক পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরিফনগর এলপি স্কুলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মমতা রক্সিত। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয় উৎসবমুখর পরিবেশে। উভয় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। টুইনিং অনুষ্ঠানের সূচনা হয় এক গাম্ভীর্যপূর্ণ। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি সিআরসিসি কুবাদ উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষানীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল বিদ্যালয়গুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতার আদান-প্রদান। টুইনিং প্রোগ্রাম এই লক্ষ্য পূরণে অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। তিনি বলেন, টুইনিং অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে একটি সুদৃঢ় বন্ধন ও মিলনের সেতু গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

এদিন টুইনিং প্রোগ্রামের অংশ হিসেবে শরিফনগর এলপি স্কুল ও শরিফনগর মডেল অ্যাকাডেমি স্কুলের দুই গ্রুপের ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, মিউজিক্যাল চেয়ার এবং নাচ-গানের প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয় শরিফনগর মডেল অ্যাকাডেমি স্কুলের ছাত্রছাত্রীরা। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে শরিফনগর এলপি স্কুলের শাকিরা বেগম, দ্বিতীয় স্থান লাভ করে মডেল স্কুলের শিবম রায় এবং তৃতীয় স্থান অর্জন করে মডেল স্কুলের রুপম নমশূদ্র। নাচ ও গানের প্রতিযোগিতায় শরিফনগর এলপি স্কুলের ছাত্রীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়ে প্রথম স্থান অর্জন করে। অনুষ্ঠানের শেষ পর্বে এক বিশেষ আকর্ষণ হিসেবে উভয় বিদ্যালয়ের শিক্ষিকারা ও ছাত্রীরা একসঙ্গে ‘জলের ঘাটে দেইখা আইলাম’ গানের তালে ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফনগর এলপি স্কুলের সভাপতি কামাল উদ্দিন, সদস্য মসনু মিয়া, শরিফনগর মডেল একাডেমি স্কুলের শিক্ষক রফিকুল ইসলাম ও মান্না রায়, শরিফনগর এলপি স্কুলের শিক্ষক জামিল উদ্দিন, শিক্ষিকা অনুসূয়া গুপ্তা, নাজরানা বেগম, বেগম শাহানাজ সুলতানা, আঁখি চৌধুরী, জয়শ্রী নাথ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে সভাপতি ও প্রধান শিক্ষিকা মমতা রক্ষিত উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রী এবং উপস্থিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *