পর পর দু’বার বন্যার কবলে ধনেহরি, মিলল না ত্রাণ

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : পর পর দু’বার বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ থেকে বঞ্চিত হলেন বন্যাক্রান্তরা। এমনই অভিযোগ উঠল সোনাইয়ের ধনেহরি প্রথম খণ্ডে। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানভাসিরা জানান, পর পর দু’বার বন্যার কবলে তাঁরা পড়লেও সরকারি ভাবে কোনও ত্রাণ দেওয়া হয়নি। বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর, শুক্কুর আলি লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, বদরুন নেসা চৌধুরী, সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন, সংশ্লিস্ট পাটোয়ারী কিছু নেতাদের নিয়ে নিজের মর্জিমাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন। এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে।

পর পর দু'বার বন্যার কবলে ধনেহরি, মিলল না ত্রাণ

সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী সামসুল ইসলাম বড়ভূইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যার ফলে মানুষ নিজের ঘরবাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকে রিলিফ ক্যাম্পে যাচ্ছেন না। কিন্তু মানবিকতার জন্যও সংশ্লিস্ট পাটোয়ারী এদের ত্রাণ সামগ্রী দেননি। কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটোয়ারী। বন্যাদুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

Author

Spread the News