ধর্মনগরে বারো লাখ টাকার বার্মিজ সিগারেট উদ্ধার, গ্রেফতার দুই যুবক
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : অবৈধ চোরাচালানের বিরুদ্ধে বড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পুলিশ। মিজোরাম থেকে আসা বারো লাখ টাকার বার্মিজ সিগারেট সহ ধরা পড়ল দুই যুবক। ধৃতদের মধ্যে রয়েছে শ্রীভূমি জেলার পাথারকান্দি থানা অধীন বারইগ্রামের এক যুবক। আটক করা হয়েছে দু’টি প্রাইভেট কারও। পুলিশের এই তৎপরতায় প্রশংসার পাশাপাশি উঠছে আরও কঠোর নজরদারির দাবি।
জানা গেছে, বুধবার রাতে, গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং নেতৃত্বে শুরু হয় অভিযান। রাত আনুমানিক সাড়ে ১১টায় টিআর ০৫ জি ০৩৬৩ নম্বরের একটি মারুতি ইকো গাড়ি ত্রিপুরার রাজনগর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এই সুযোগে চালক পালিয়ে গেলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে। তল্লাশিতে উদ্ধার হয় ৪০ কার্টন অবৈধ বার্মিজ সিগারেট। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এমজেড ০১ পি ৬৭১৮ নম্বরের একটি অল্টো গাড়িও আটক করা হয়। গাড়িতে থাকা দুই যুবক দামছড়ার মণীন্দ্র রিয়াং ও শ্রীভূমি জেলার বারইগ্রামের রুহুল আলমকে গ্রেফতার করা হয় এবং আদালতে সোপর্দ করা হয়।

এমর্মে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া বার্মিজ সিগারেটের কালোবাজারি মূল্য প্রায় ১২ লাখ টাকা। তাঁর মতে, এই চোরাচালানের রুট বেশ সুপরিকল্পিত। বার্মা থেকে আসা সিগারেট মিজোরামের সীমান্ত পেরিয়ে ত্রিপুরার দামছড়া এলাকায় মজুত করা হয়, সেখান থেকে বিভিন্ন গন্তব্যে সরবরাহ করা হয়।

