শ্রীভূমিতে অতিরিক্ত টায়ার থেকে ৮০ লক্ষাধিক টাকার হেরোইন উদ্ধার, আটক দুই
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মার্চ : শ্রীভূমির পোয়ামারা বাইপাসে ৮০ লক্ষ টাকার হেরোইনসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার শ্রীভূমি সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল দুই মাদক পাচারকারী। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮০ লক্ষাধিক টাকার হেরোইন!
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলা সদরের লাগোয়া পোয়ামারা বাইপাসে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা AS 24 AC 3144 নম্বরের একটি ট্রাক ও তার অতিরিক্ত টায়ার তল্লাশি চালানো হয়। প্রথমে কিছু সন্দেহজনক না লাগলেও, অভিজ্ঞ পুলিশ সদস্যদের তীক্ষ্ণ নজর এড়াতে পারেনি পাচারকারীদের চালাকি।

অবশেষে ট্রাকের থাকা টায়ারের গোপন চেম্বার থেকে ৪০টি সাবান বাক্সে মোড়ানো মোট ৪৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার করেছে শ্রীভূমির মোবারকপুর গ্রামের পারভেজ উদ্দিন ও হাইলাকান্দির ভৈরবী গ্রামের রহিম উদ্দিনকে। বর্তমানে তারা সদর থানার হেফাজতে রয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

