বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : মাদক বিরোধী অভিযান তিব্র করে তুলেছে আসাম রাইফেলস। মণিপুর, শিলচর, মিজোরাম, ত্রিপুরায় একের পর এক অভিযানে সাফল্য পাচ্ছে আসাম রাইফেলস। শুক্রবার রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিরিবামে আসাম রাইফেলস ও সিআরপিএফ-এর সঙ্গে যৌথ অভিযান চালায়। অভিযানে এআর ০১ আর ৮৮৮৮ নম্বরের একটি টয়োটা ফর্চুনার গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক আটক করা হয়।
অভিযানকালে প্রায় ৫০,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২.৫ কোটি টাকা। পাশাপাশি মোবাইল ফোনসহ দুইজনকে আটক করা হয়। পরে তাদের জিরিবাম পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযান এনডিপিএস সংক্রান্ত অপরাধ দমন এবং অঞ্চলকে মাদক বিপদ থেকে রক্ষা করতে আসাম রাইফেলসের দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।


