১৮ নভেম্বর : সৌদি আরবের কাছে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে তিনি এ তথ্য জানান। এটি এমন, যেন একজন শক্তিশালী মিত্রকে আরও উন্নত ঢাল ও তরবারি দেওয়ার প্রস্তুতি নেওয়া—যাতে ভবিষ্যৎ প্রতিরক্ষা আরও দৃঢ় হয়। মঙ্গলবার বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সউদী আরবকে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি তিনি বিবেচনা করছেন। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি বলছি, আমরা এটা করব। আমরা এফ–৩৫ বিক্রি করব।” উন্নত এফ–৩৫ আসলে এমন এক যুদ্ধবিমান, যা আকাশে অদৃশ্য হয়ে চলার মতো ক্ষমতা রাখে—যেন যুদ্ধের ময়দানে একজন নিনজা যোদ্ধা।
এর আগে গত শুক্রবার তিনি জানান, লকহিড মার্টিনের তৈরি এই উন্নত যুদ্ধবিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাঁর ভাষায়, “ওরা অনেক বিমান কিনতে চায়। তারা আমাকে বিষয়টা দেখতে বলেছে। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়, বরং এর চেয়েও বেশি ধরনের যুদ্ধবিমান কিনতে আগ্রহী।” ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে তিনি সৌদির কাছে এই যুদ্ধবিমান বিক্রির দিকে ঝুঁকছেন।
অন্যদিকে, ব্লুমবার্গ এক প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরকালে ট্রাম্প ও তিনি এফ–৩৫ কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন। এ ধরনের সমঝোতা দুই দেশের সম্পর্ককে যেন আরও শক্ত সেতুর মতো ধরে রাখবে।
এ ছাড়া সফরে আরও অর্থনৈতিক ও প্রতিরক্ষা–সংক্রান্ত চুক্তি হতে পারে। এর মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি)–সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে, যা দুই দেশের জ্বালানি সহযোগিতাকে আরও শক্তিশালী করতে পারে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি, খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।


