বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, সরব ট্রাম্প

১ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরেই সুর মেলালেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টেও। হাসিনার পতন ও দেশ ছাড়ার পরই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে যে নৃশংস অত্যাচারের তীব্র নিন্দা ও সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ‘ভাল বন্ধু’ প্রধানমন্ত্রী মোদি ও ভারতের সঙ্গে আমেরিকার সুসম্পর্ককে আরও মজবুত করার কথাও বললেন।

এ ছাড়াও হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হয়েছে সেই ঘটনায় কমলা হ্যারিস এবং জো বাইডেনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন তিনি।

দীপাবলির দিন ডোনাল্ড ট্রাম্প প্রদীপ জ্বালিয়ে ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এরপর সামাজিক মাধ্যমে হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘হিন্দু সহ বাকি সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে যে নির্যাতন হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমি ক্ষমতায় এলে এই ধরনের কোনও ঘটনা ঘটতে দেব না। আমেরিকা তো বটেই, গোটা বিশ্বের হিন্দুদের নিয়ে কোনও দিনই কিছু ভাবেননি কমলা হ্যারিস, জো বাইডেন। শুধু তাই নয়, ইজরায়েল থেকে শুরু করে ইউক্রেন ইস্যুতেও তাঁরা ব্যর্থ হয়েছেন।

তাঁর আরও সংযোজন, ‘আমি ক্ষমতায় এলে আমেরিকায় বসবাসকারী হিন্দুদের পর্যাপ্ত সুরক্ষা দেব এবং খেয়াল রাখব যাতে বিশ্বের যে কোনও প্রান্তের হিন্দু, সংখ্যালঘুরা সুরক্ষা পান। আর ভারতের সঙ্গেও সম্পর্ক আরও মজবুত করার পদক্ষেপ নেওয়া হবে। নরেন্দ্র মোদি আমার ভাল বন্ধু। বিশ্বব্যাপী শান্তি ফিরিয়ে আনার জন্য যা করার তাই করা হবে।’

বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, সরব ট্রাম্প
বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, সরব ট্রাম্প

Author

Spread the News