স্বামী তপনানন্দ গিরি মহারাজের আর্বিভাব তিথি পালন শিলচর শঙ্কর মঠে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : শিলচর সোনাই রোড মহাপ্রভু সরণীস্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনে আন্তর্জাতিক শঙ্করমঠ ও মিশনের বর্তমান আচার্য স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৯ তম আর্বিভাব তিথি পালিত হল। মঙ্গলবার ভোর থেকে গুরু বন্দনা, গুরু ভজন, শ্রীভগবদ গীতা ও শ্রীশ্রী চণ্ডীপাঠ সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে।
তিনি আরও বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে নানা অপকর্ম থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে নিষ্কাম কর্ম এবং অন্ধাকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিশনের রামেশ্বরানন্দ ব্রহ্মচারী ও পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত মিত্র, সহ-সভাপতি রামু দেবনাথ, সম্পাদক বিপ্লব দেব, কোষাধ্যক্ষ সুমন মিত্র, কার্যকারী সদস্য রাকেশ মিত্র, সুজিত মিত্র, রূপন মিত্র, রাজু মিত্র, বিউটি দে, শিখা দে, রতন দে, প্রিয়তোষ মিত্র, দিলীপ দে, রেনুবালা চৌধুরী, দিলীপ সরকার সহ অন্যান্যরা।