ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের নির্বাচনের দিন ঘোষণা

১৮ জানুয়ারি : উত্তর পূর্বের নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। বুধবার ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডের একযোগে তিন রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

নাগাল্যান্ড এবং মেঘালয়ে ভোট হবে একই দিনে। আগামী ২৭ ফেব্রুয়ারি। ১৬ ফেব্রুয়ারি হবে ত্রিপুরায় ভোট। তিন রাজ্যের ভোটেরই ফলাফল ঘোষিত হবে আগামী ২ মার্চ। নির্বাচন কমিশন জানিয়েছে, তিন রাজ্যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সবরকম বন্দোবস্ত করা হচ্ছে। তিনটি রাজ্যেই ভোট করানো হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই এই তিন রাজ্যে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেল।
উল্লেখ্য, চলতি বছরে দেশের ৯ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে।

Author

Spread the News