শিলচরে পানীয়জল সঙ্কট, আন্দোলনের হুমকি তৃণমূল যুব কংগ্রেসের
বরাক তরঙ্গ, ২৪ জুলাই : শিলচর শহরের জল সঙ্কট নিয়ে সরব হলো তৃণমূল যুব কংগ্রেস। বৃহস্পতিবার কাছাড় জেলা যুব তৃণমূল কংগ্রেস-এর তরফ থেকে শিলচরের AMRUT প্রকল্পের কার্যালয়ে এক স্মারকলিপি পেশ করে শিলচরের একাধিক বঞ্চিত অঞ্চলে অবিলম্বে জল সংযোগের দাবি জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, মালুগ্রাম রোড, ইটখোলা, রংপুর, জানিগঞ্জ, ওয়ার্কস রোড, বিলপার অঞ্চল এবং পাবলিক স্কুল রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ অঞ্চলে এখনও পর্যন্ত AMRUT প্রকল্পের অধীনে কোনো কাজ শুরু হয়নি। যা সাধারণ মানুষের মধ্যে প্রবল অসন্তোষের জন্ম দিচ্ছে।
এদিন দলের সভাপতি সুহান দাস (রাজ) নেতৃত্ব দেন কর্মসূচিতে। তাঁর সঙ্গে ছিলেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল আলম লস্কর, রঞ্জু পাল, অভিনাশ মিশ্র সহ বহু কর্মী ও সমর্থক।
স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান, উল্লেখিত অঞ্চলগুলির বিষয়ে এখনও পর্যন্ত সরকারি কোনও নির্দেশিকা পাওয়া যায়নি, যার ফলে সেখানে কাজ শুরু করা সম্ভব হয়নি।

এই উত্তরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান ইঞ্জিনিয়ারের বক্তব্য সত্য হলেও সরকার ও প্রশাসনের দায় এড়ানো চলবে না। দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় জল সঙ্কটে মানুষ নাজেহাল।
সুহান দাস (রাজ) স্পষ্ট বলেন, “এই এলাকাগুলোতে যদি অবিলম্বে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব। জনগণের স্বার্থে আমরা রাজপথে নামব।”
