মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে শ্রীভূমি পত্রিকা হাউস সান্ধ্য আড্ডা গ্রুপের উদ্যোগে এক ভাবগম্ভীর ও মর্যাদাপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সকাল থেকে এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিন সকালবেলায় শ্রীভূমি পেট্রোল পাম্পের কাছে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকল সদস্য ও বিশিষ্ট অতিথিরা নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিবেদন করেন। ‘জয় হিন্দ নেতাজি অমর রহে এইসব স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি পত্রিকা হাউস সান্ধ্য আড্ডা গ্রুপের সভাপতি রবীন্দ্র চন্দ্র রায় সহ বিশিষ্ট সদস্যরা প্রবীর কুমার ভট্টাচার্য, রঞ্ছিত রায়, পার্থ চৌধুরী, অপুর্ব দত্ত, মনোজ মজুমদার, অমরেশ রায়, শ্যামল চৌধুরী প্রমুখ। এছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন, আদর্শ ও দেশপ্রেমকে কেন্দ্র করে এক বিশেষ আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজির আদর্শ, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং বর্তমান প্রজন্মের কাছে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন
সভাপতি রবীন্দ্রচন্দ্র রায়, সৌম্যজিৎ দাস ও মনোজ মজুমদার। আলোচনায় বক্তারা বলেন, নেতাজির আদর্শ আজও আমাদের পথ দেখায় এবং জাতীয় চেতনা জাগ্রত করতে অনুপ্রেরণা জোগায়। অনুষ্ঠানের আবৃত্তি পর্বে নেতাজি বিষয়ক কবিতা পাঠ করেন প্রবীর ভট্টাচার্য, যা উপস্থিত সকলকে গভীরভাবে আবেগাপ্লুত করে তোলে।সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সার্থকভাবে সম্পন্ন হয়। শ্রীভূমি পত্রিকা হাউস সান্ধ্য আড্ডা গ্রুপের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে দেশপ্রেম, ইতিহাসচেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধকে আরও একবার জাগ্রত করল।



