দীপায়নের তৎপরতায় চিরুকান্দি অষ্টম খণ্ডে বসল ট্রান্সফরমার
বরাক তরঙ্গ, ৬ এপ্রিল : ঈদের আগে বিধায়ক দীপায়নের তৎপরতায় বিকল ট্রান্সফরমার পাল্টে আলো জ্বলে উঠল চিরুকান্দি অষ্টম খণ্ড। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ পক্ষকাল অন্ধকার থাকার পর নতুন আড়াইশো কেভি ট্রান্সফরমারের আলোতে উৎসুক হয়ে উঠেন ওই এলাকার প্রায় সাড়ে আটশো পরিবারের লোকজন। তারা জড়ো হয়ে রমজান মাসে শিলচরের বিধায়ক দীপায়ণ চক্রবর্তীর দ্রুত প্রতিশ্রুতি পূরণে তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন। এবং বিধায়কের নিকটে সমস্যাটি তুলে ধরার জন্য উষ্ণ সংবর্ধনা জানান মাইনোরিটির মোর্চার প্রেসিডেন্ট মঞ্জিল আলি বড়ভূইয়া ও বিজেপি নেতা আতাউর রহমানকে।
পাশাপাশি আসন্ন নির্বাচনে এলাকার সমস্যা নিরসনে উন্নয়নমুখী বিকাশের দলকেই জয়যুক্ত করতে সচেষ্ট হবেন বলে মতব্যক্ত করেন তাঁরা। তাছাড়াও বিধায়ক দীপায়ন সমস্যাটি জানার কয়েক ঘণ্টার মধ্যেই সুরাহা করায় তার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন মঞ্চিলবাবু ও আতাউর রহমান। উভয়েই বক্তব্যে নির্বাচনে বিধায়ক ও তার দলের পাশে থাকতে সবার কাছে আবেদন রাখেন। আগে একশো কেভির ট্রান্সফরমার পর্যাপ্ত না থাকায় ওই এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকত। ওইদিনের সংক্ষিপ্ত সভায় অন্যান্য বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন বক্তার উদ্দিন লস্কর, কালাম উদ্দিন হাজারি, সবীর হাজারি প্রমুখ।