ফের শিলচর ও বদরপুর জংশন থেকে ট্রেন বাতিল

বরাক তরঙ্গ, ৪ জুলাই : ফের শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন  বাতিল করা হল। বন্যা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। শিলচর রেল স্টেশনের পিট লাইন বন্যার কবলে পড়ায় আগামী ৫ ও ৬ জুন শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এই দুই দিন ০৫৬৯৪ বদরপুর দুল্লভছড়া ০৫৬৯৩ দুল্লভছড়া বদরপুর প্যাসেঞ্জার ০৫৬৮২ শিলচর মহিশাসন ০৫৬৮৩ মহিশাসন শিলচর প্যাসেঞ্জার ০৫৬৭৭ শিলচর ধর্মনগর ০৫৬৭৮ ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার ও ১৫৬১৬ শিলচর গুয়াহাটি ১৫৬১৫ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে।

তাছাড়া ১২৫০৮ শিলচর টিভিসি এক্সপ্রেসের যাত্রা পুননির্ধারন করে বৃহষ্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের পরিবর্তে শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শিলচর থেকে ছাড়বে। এক বিবৃতিতে এখবর জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। 

Author

Spread the News