সোনাই কলেজের ৫০ জন ছাত্র ফিল্ড ইনভেসটিগেটরের প্রশিক্ষণ

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : সোনাই শিক্ষা খণ্ডের অধীনে মাধবচন্দ্র দাস কলেজ থেকে পঞ্চাশজন ছাত্রকে ফিল্ড ইনভেসটিগেটর হিসেবে সিলেক্ট করলেন সোনাই শিক্ষা খণ্ড আধিকারিক নন্দিনী মুখার্জি। শুক্রবার তারা প্রথম পর্যায়ের প্রশিক্ষণে যোগদান করে শিলচর নর্মাল স্কুলে। তাদের মধ্যে মিসবাউল আলম চৌধুরী, সরিফুল আলম এবং কণিকা দে তাদের অভিমত ব্যক্ত করে বলেন, এ ধরনের কাজে তাদেরকে যুক্ত করায় শিক্ষা বিভাগ তথা সোনাইর বিও মুখার্জিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এদিকে, সোনাই কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর ছাত্রদের অংশগ্রহনে আনন্দ প্রকাশ করেন। কলেজ এবং শিক্ষা খণ্ডের মাঝখানে সংযোগের ভূমিকা পালন করেন অধ্যাপক ড. আব্দুল মতিন লস্কর ও বিআরপি এসএম ফিরোজ লস্কর।

Author

Spread the News