বনভোজে গিয়ে ব্রহ্মপুত্রে পড়ে মর্মান্তিক মৃত্যু তরুণীর

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নববর্ষ উদযাপন করতে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল প্রজ্ঞাশ্রী ফুকন নামে এক তরুণীর। যোরহাটের বাঘমরায় ব্রহ্মপুত্র নদের তীরে বন্ধুদের সঙ্গে বনভোজে গিয়েছিলেন তিনি।

জানা গেছে, নদীতে হাত ধোয়ার সময় অসাবধানতাবশত পলিতে পা পিছলে জলে তলিয়ে যান ওই তরুণী। ঘটনাস্থলেই অঘটন ঘটে। নিহত প্রজ্ঞাশ্রী ফুকন জগন্নাথ বরুয়া কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। বাঘমরার বনভোজস্থলে এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *