বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : হয়বরগাঁও-মুল্লাপট্টি রেল ক্রসিংয়ে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং তাঁর ভাইঝি, একজন আইন বিভাগের ছাত্রী, গুরুতরভাবে আহত হয়েছেন। সকাল প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ ব্যস্ত ফ্র্যাগরেন্স ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরেই যাতায়াতকারীরা এই এলাকাটিকে ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ করে আসছেন।
দুর্ঘটনার সময় দু’জন একটি স্কুটি (নম্বর: AS02E-3439) করে যাচ্ছিলেন। নিহত মহিলার নাম মৃদুলা শইকিয়া, বাড়ি কাচুয়া রাজা গাঁও। তাঁর ভাইঝি প্রাঞ্জনা শইকিয়া একজন এলএলবি (LLB) ছাত্রী। প্রত্যক্ষদর্শীদের মতে, অসমতল ও বেখাপ্পা রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় স্কুটিটি পিছলে যায়। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা বালি বোঝাই একটি ট্রাক (নম্বর: ASD-7232) স্কুটিটির ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃদুলা শইকিয়ার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ছিল অত্যন্ত মর্মান্তিক এবং ভয়াবহ, যা দেখে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গুরুতর আহত প্রাঞ্জনা শইকিয়াকে সঙ্গে সঙ্গে নগাঁও পুলিশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায়। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি তদন্তের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।


