এডিআর পরীক্ষার জন্য শিলচর শহরে ট্রাফিক নিয়মাবলী

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : এডিআর পরীক্ষার জন্য শিলচর শহরে ট্রাফিক নিয়মাবলী জারী করল অসম পুলিশ। শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায় ২৯ সেপ্টেম্বর রাত ২ টা থেকে সব ধরণের ট্রাক শহরে চলাচল করতে পারবে না। এমনকি গ্যাস সিলিন্ডার প ওয়েল ট্যাঙ্কার বন্ধ থাকবে। হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে শালচাপড়া হয়ে আসা বাস, ট্রেভেলারস্ শিলচর ISBT পর্যন্ত আসতে পারবে। হাইলাকান্দি ও করিমগঞ্জ থেকে শালচাপড়া হয়ে আসা সোনাই, ধলাই যাওয়ার বাসগুলো শিলচর বাইপাস হয়ে যেতে হবে। হাইলাকান্দি থেকে ধোয়ারবন্দ হয়ে আসা বাস, ট্রেভেলারস্ ঘুংঘুর জিরো পয়েন্ট পর্যন্ত আসতে পারবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি ও বাইক পার্কিঙের ব্যবস্থা করা হয়েছে মালুগ্রাম উদয়শংকর মাঠ, টাউন ক্লাব মাঠ, গান্ধী মেলার মাঠ, দেবদূত পেট্রল পাম্প এর পেছনে মাঠ, সুভাষ নগর অগ্রণী ক্লাবের মাঠ, আশ্রম রোড, ন্যাশন্যাল হাইওয়ে পয়েন্ট OLD ASTC, এ্যাগ্রিকালাচার অফিস (মেহেরপুর), সগুন বিবাহ ভবন (মেহেরপুর), সান সিটি কমপ্লেক্স, ডিআইসি অফিস (রাঙ্গিরখাড়ি)।

এ ছাড়া জানিগঞ্জ রোড ওয়ান ওয়ে থাকেবে। (সদরঘাট হয়ে আসতে পারবে)। কলেজরোড যাওয়ার গাড়িগুলো অম্বিকাপট্টি হয়ে আসতে হবে। (শ্মাশান রোড, দাস কলোনি-পঞ্চায়েত রোড, চেংকুড়ি, আশ্রম রোড হয়ে বের হতে হবে। চণ্ডীচরণ রোড, দাস কলোনি-পঞ্চায়েত রোড, চেংকুড়ি রোড ওয়ান ওয়ে থাকবে। ধলাই, আমরাঘাট থেকে বাস, ট্রেভেলার্স সোনাবাড়িঘাট পর্যন্ত আসতে পারবে। ধলাই, আমরাঘাট, সোনাই এর পরীক্ষার্থীরা যাদের লক্ষীপুর-এ পরীক্ষাকেন্দ্র পড়েছে তাদের সোনাই বাইপাস দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এডিআর পরীক্ষার জন্য শিলচর শহরে ট্রাফিক নিয়মাবলী

কাছাড় কলেজের পরীক্ষার্থীরা যারা ইন্ডিয়া ক্লাব হয়ে আসবে তারা সেশন জজ পয়েন্টে নেমে পায়ে হেটে কাছাড় কলেজে যেতে হবে। সদরঘাট হয়ে আসা পরীক্ষার্থীরা ক্য়াপিটাল পয়েন্টে নেমে হেটে কলেজে পৌঁছতে হবে। তাদের গাড়ি বা বাইক পিডাব্লুডি রোড এর মেলার মাঠ, টাউন ক্লাব এর মাঠে পার্কিং করতে পারবে। ট্রাফিক নিয়ম মেনে চালার জন্য অনুরোধ করা হয়েছে।

এডিআর পরীক্ষার জন্য শিলচর শহরে ট্রাফিক নিয়মাবলী
এডিআর পরীক্ষার জন্য শিলচর শহরে ট্রাফিক নিয়মাবলী

Author

Spread the News