যানজট মুক্ত শহর রাখতে আরও কঠোর হতে হবে ট্রাফিক পুলিশের

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর, সোমবার,
যানজট মুক্ত শিলচর শহর রাখতে ট্রাফিক পুলিশকে কড়া মনোভাব নিতে হবে। ট্রাফিক নিয়মকে বাস্তবরূপ দিতে হবে। ট্রাফিক পুলিশের নরম মনোভাবে শহরে যানজট আরও তীব্র হতে দেখা যায়। বিশেষ করে ই-রিকসা বা ই-অটো  অবাধে চলাফেরা করছে। বাহনগুলোর চালকরা কোনও নিয়ম মানতে নারাজ। ট্রাফিকের পুলিশের চোখের সামনেই তাদের যাতায়াতের মানা করা রাস্তা দিয়ে দিব্যি চলে যাচ্ছেন। এছাড়াও অবৈধ ভাবে যত্রতত্র স্থানে পার্কিং করে কৃত্রিম যানজট সৃষ্টি করতেও দেখা যায়। বিশেষ করে ক্যাপিটাল পয়েন্টে অর্থাৎ জোডি মলের সামনে অবৈধভাবে একটির পেছনে একটি ই-রিকশা বা অটো পার্কিং করে রাস্তাটির অধিকাংশ দখল করে নেওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধার পাশাপাশি যানজটের অতি সৃষ্টি হয়। আর এমন দৃশ্য প্রতিদিনই পরিলক্ষিত হয়। আর জোড়-বেজোড় রেজিস্ট্রেশন নম্বরের যে নিয়ম তার কোন বালাই নেই। চলছে সবাই।

এছাড়াও একাংশ বাইক চালকদের দৌড়াতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কেননা উল্লাস কর দত্ত অর্থাৎ প্রেমতলা দিকে ওয়ানওয়ে নিয়মকে ভেঙে কিছু বাইক চালক প্রবেশে যানজট লেগেই থাকে এমনকি বড়ধরনের অঘটনের আশঙ্কা থাকে। একই ভাবে ডিআইজি কার্যালয়ের সামনের রোডেও দেখা যায় বাইকারদের এমন কর্মকাণ্ড। এছাড়া কিছু চার চাকা বাহনের অবৈধ পার্কিংয়ে যানজট সৃষ্টি হয়। মলে পার্কিং স্থান না পেলে নাজিরপট্টিতেই পার্কিং করতে দেখা যায়। এর মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে ট্রাফিক পুলিশের। কখনও কখনও পরিস্থিতি সামাল দিতে টাউন ব্রাঞ্চের পুরো টিমকে নাজেহাল হতে দেখা যায়। এর থেকে পরিত্রাণ পেতে হলে শুরু থেকেই  কঠোর হতে হবে ট্রাফিক পুলিশের। 

Author

Spread the News