শিলচরে শ্রম কোড বাতিলের দাবিতে ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের বিক্ষোভ
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় ট্রেডে ইউনিয়ন ও ফেডারেশন গুলির যৌথ মঞ্চের আহ্বানে সারা দেশে নয়া শ্রম কোড কার্যকর করার প্রতিবাদে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করা হয়। এর অঙ্গ হিসেবে শিলচর সহকারী শ্রম আয়ুক্ত অফিসের সামনে ট্রেড ইউনিয়ন যৌথ মঞ্চের ডাকে শতাধিক শ্রমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে বিক্ষোভ সামিল হোন। শ্রম কোড বাতিলের দাবিতে শ্রম দপ্তরের আধিকারিকের মাধ্যমে শ্রম মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। সহকারী শ্রম আয়ুক্ত নিজে এসে শ্রমিক নেতৃত্যের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। এ দিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সুব্রতচন্দ্র নাথ, হায়দার হুসেইন চৌধুরী, মিহির নন্দি, রঞ্জন দাস, সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য, ২০২১ সালে করোনা কালীন বিরোধী শূন্য সংসদে ৪৪টি শ্রম আইন পাল্টে ৪টি কোড নিয়ে আসা হয়েছে। যার মাধ্যমে শ্রমিকের দীর্ঘদিনের অর্জিত আইনি অধিকার কর্পোরেটের স্বার্থে হরণ করা হয়েছে।তখন থেকেই লাদাতার বিক্ষোভ চলছে।