২৩ ডিসেম্বর থেকে টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবব

রাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা দিয়ে টাউন ক্লাবের ৭২তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক উৎসব। আগামী ২৩ ডিসেম্বর সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে আসরের সূচনা হবে। এরপর রয়েছে ষাটোর্ধ্ব প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা। এছাড়াও চল্লিশোর্ধ্ব মহিলাদের হাঁটা প্রতিযোগিতাও রয়েছে। চ্যাম্পিয়ন হতে ২.৫ কিলোমিটার অতিক্রম করতে হবে প্রতিযোগীদের। জানুয়ারি মাসে বিভিন্ন বয়সভিত্তিক অ্যাথলেটিক্স এবং আউটডোর ইভেন্ট অনুষ্ঠিত হবে। খেলাধুলোর পাশাপাশি সাংস্কৃতিক

প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি আবৃত্তি প্রতিযোগিতা দিয়ে শুরু হবে সাংস্কৃতিক আসর। ৯ জানুয়ারি রবীন্দ্র, নজরুল, লোকসঙ্গীত প্রতিযোগিতা। ১০ এবং ১১ জানুয়ারি হবে রবীন্দ্র, নজরুল, নজরুল, লোকনৃত্য প্রতিযোগিতা। আসরের সূচি এরকম-

৫-৭ বছরের বালক বিভাগ- ১৮ জানুয়ারি: ৫০ মিটার দৌড়, চকোলেট দৌড়, স্কিপিং দ্য রোপ, মিউজিক্যাল চেয়ার।

৫-৭ বছরের বালিকা বিভাগ-১৮ জানুয়ারি: ৫০ মিটার দৌড় চকোলেট দৌড়, স্কিপিং দ্য রোপ, মিউজিক্যাল চেয়ার।

৭-৯ বছরের বালক বিভাগ- ১৮ জানুয়ারি: ৫০ মিটার দৌড়, চকোলেট দৌড়, স্কিপিং দ্য রোপ, মিউজিক্যাল চেয়ার।

৭-৯ বছরের বালিকা বিভাগ-১৮ জানুয়ারি: ৫০ মিটার দৌড়, চকোলেট দৌড়, স্কিপিং দ্য রোপ, মিউজিক্যাল চেয়ার।

যুগ্ম বিভাগ- অঙ্ক দৌড়, ১৮ জানুয়ারি, টাউন ক্লাব মাঠে।

১০-১২ বছরের বালক বিভাগ-১৭ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, লং জাম্প। ১৯ জানুয়ারি: শট পুট। ২০ জানুয়ারি: ৬০০ মিটার দৌড়।

১০-১২ বছরের বালিকা বিভাগ- ১৭ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, শট পুট। ১৮ জানুয়ারি: ২০০ মিটার দৌড়। ১৯ জানুয়ারি লং জাম্প। ২০ জানুয়ারি: ৬০০ মিটার দৌড়।

১৩-১৬ বছরের বালক বিভাগ-১৭ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, লং জাম্প, ডিসকাস থ্রো। ১৯ জানুয়ারি হাই জাম্প, শট পুট। ২০ জানুয়ারি: ২০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, জেভলিন থ্রো।

১৩-১৬ বছরের বালিকা বিভাগ- ১৭ জানুয়ারি: ৪০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো। ১৯ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, লং জাম্প, শট পুট, জেভলিন থ্রো। ২০ জানুয়ারি: ২০০ মিটার দৌড়, হাই জাম্প।

পুরুষ বিভাগ- ১৭ জানুয়ারি: ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৩০০০ মিটার দৌড়, হাই জাম্প, শট পুট। ১৯ জানুয়ারি: ১৫০০ মিটার দৌড়, লং জাম্প, ডিসকাস গ্রো, জেভলিন থ্রো। ২০ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়।

মহিলা বিভাগ- ১৭ জানুয়ারি: ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৩০০০ মিটার দৌড়, লং জাম্প, শট পুট। ১৯ জানুয়ারি: ১৫০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো। ২০ জানুয়ারি: ১০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, হাই জাম্প, জেভলিন থ্রো।

ভেটারেন মহিলা বিভাগ- ১৮ জানুয়ারি ১০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো, শট পুট, মিউজিক্যাল চেয়ার। ২৩ ডিসেম্বর, ২০২৫: হাঁটা প্রতিযোগিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *