টাউন ক্লাব ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল, রানার্স শ্রীকোণা

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি: দেওচাঁদ বৈদ স্মৃতি ওপেন ভলিবল প্রাইজমানি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের খেতাব জিতলো হাইলাকান্দি জেলার আয়নাখাল অ্যাথলেটিক ক্লাব। ৭১তম ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে টাউন ক্লাব আয়োজিত এই টুর্নামেন্টে তারা হারায় শ্রীকোণা ভলিবল অ্যাকাডেমিকে। ২৫-১০, ২৫-২৩ পয়েন্টে। এদিন ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন আয়নাখালের দিদার হোসেন।

টাউন ক্লাব ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল, রানার্স শ্রীকোণা

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নেয়। এরমধ্যে শেষ চারে    স্বাধীনবাজার ক্লাবকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে আয়নাখাল। দ্বিতীয় দল হিসেবে লক্ষীপুর স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নেয় শ্রীকোণা। এদিন ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ৫ হাজার টাকা সহ ট্রফি এবং রানার্সআপ দলকে ট্রফি সমেত ৩ হাজার টাকা প্রদান করা হয়। ট্রফি তুলে দেন আয়োজক সভাপতি দীলিপ রঞ্জন নন্দী, বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্ব আশুতোষ রায়, সুজন দত্ত, তপন দাস সহ স্পনসরার পরিবারের সদস্যরা।

টাউন ক্লাব ভলিবলে চ্যাম্পিয়ন আয়নাখাল, রানার্স শ্রীকোণা

Author

Spread the News