ইজরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা সহ পরিবারের মৃত্যু

৬ অক্টোবর : ইজরায়েলের বিমান হামলায় এবার মৃত্যু হল হামাসের আরও এক শীর্ষ নেতার। শুক্রবার ইজরায়েল সেনা হামলা চালায় লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থীশিবিরে। সেখানেই আত্মগোপন করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের নেতা সাঈদ আতাল্লাহ। বিমান হামলায় এই হামাস নেতা নিহত হয়েছেন বলে খবর।

লেবাননের ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইজরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায় চলছে বোমাবর্ষণ। শুক্রবার এমনই এক হামলা হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপোলিতে এক শরণার্থীশিবিরে। সেই শিবিরেই সপরিবার বসবাস করতেন সাঈদ আতাল্লাহ। সেখানেই বিমান হামলা চালায় ইজরায়েল। এই হামলায় সাঈদ আতাল্লাহ ও তাঁর পরিবারের আরও তিন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে এক সংবাদ সংস্থা। যদিও ইজরায়েল তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

Author

Spread the News