আজ, সরস্বতী দেবীর পূজা, তিনটি শুভ যোগ তৈরি হবে

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : আজ, বুধবার সরস্বতী দেবীর পূজা। স্কুল-কলেজ সহ পাড়ায় পাড়ায় এমনকি প্রেসক্লাবেও ঘটা করে পূজার আয়োজন চলছে দেশজুড়ে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয়। মাঘ মাসের পঞ্চমী তিথিতেই সরস্বতী প্রকট হয়েছিলেন। সরস্বতীকে সঙ্গীত, শিল্প, বাণী, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয়। জ্যোতিষীদের মতে, এবারের বসন্ত পঞ্চমী খুব বিশেষ হতে চলেছে। কারণ একটি নয়, তিনটি শুভ যোগ তৈরি হবে এই শ্রীপঞ্চমীতে।

রবি যোগ- এবছর বসন্ত পঞ্চমী শুরু হবে রবি যোগ দিয়ে। এদিন রবি যোগ শুরু হবে সকাল ১০-৪৩ টা থেকে এবং ১৫ ফেব্রুয়ারি সকাল ৭ টা পর্যন্ত থাকবে।

রেবতী নক্ষত্র- এছাড়াও এবার বসন্ত পঞ্চমীতে থাকবে রেবতী নক্ষত্র। যা, খুবই বিশেষ বলে মনে করা হয়। রেবতী নক্ষত্র ১৩ ফেব্রুয়ারি দুপুর ১২-৩৫ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি সকাল ১০-৪৩ পর্যন্ত থাকবে।

অশ্বিনী নক্ষত্র- এদিন অশ্বিনী নক্ষত্রও থাকে শুরু হবে সকাল ১০-৪৩ মিনিটে এবং শেষ হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ৯-২৬ মিনিটে।

বসন্ত পঞ্চমীর শুভ সময় হল ১৩ ফেব্রুয়ারি দুপুর ২-৪১ মিনিটে থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২-০৯ মিনিট পর্যন্ত। এদিন সরস্বতী পুজোর শুভ সময়, সকাল ৭টা থেকে দুপুর ১২-৪১ মিনিট পর্যন্ত। সবচেয়ে শুভ মুহূর্ত থাকবে মাত্র সাড়ে পাঁচ ঘণ্টা৷

পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রীগুলো হল
শ্রী পঞ্চমীর দিনি সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয়। সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রির প্রয়োজন হয়। যেমন- আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, কুল, বই ও বাদ্যযন্ত্রাদি। এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয়৷

এ দিকে, বসন্ত পঞ্চমীর দিনে যে কোনও শুভ কর্ম সম্পন্ন করার জন্য উৎকৃষ্ট। এদিন বিয়ে করাকে অত্যন্ত শুভ। এ ছাড়াও এদিন অন্য যে কোনও নতুন কাজের শুভ সূচনা করা যায়। বসন্ত পঞ্চমীতে সরস্বতীর পুজোর সময় বিদ্যার দেবীকে প্রসন্ন করার জন্য একাধিক জিনিস অর্পণ করা হয়। এদিন কী অর্পণ করলে ও কোন কোন কাজ করলে দেবীকে সন্তুষ্ট করে তাঁর আশীর্বাদ লাভ করতে পারবেন। (সংগৃহীত)

Author

Spread the News