শিলচরে আজ রবীন্দ্র উপন্যাস অবলম্বনে নাটক ‘নৌকাডুবি’

শিলচরে আজ রবীন্দ্র উপন্যাস অবলম্বনে নাটক 'নৌকাডুবি'

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : বুধবার শিলচর বঙ্গভবনে ‘নৌকাডুবি’ নাটক মঞ্চস্থ করবে হাইলাকান্দির বিবর্তন থিয়েটার গ্রুপ। রবীন্দ্রনাথের জনপ্রিয় উপন্যাস ‘নৌকাডুবি’-র নাট্যরূপ দিয়েছেন হাইলাকান্দির নাটককার বিপ্লব দাস। নির্দেশনায় রয়েছেন সায়ন বিশ্বাস। সবচেয়ে বড় কথা, সময়ে সময়ে বরাক উপত্যকায় রবীন্দ্র নাটক হলেও কবিগুরুর কোনও উপন্যাস থেকে এই প্রথম নাট্য প্রযোজনা মঞ্চস্থ করা হচ্ছে। বিবর্তনের সাধারণ সম্পাদক বিপ্লব দাস জানান, নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে, যা তাদের বাড়তি উৎসাহ জোগাচ্ছে। একটি বিরতি সহ প্রযোজনার সময়সীমা প্রায় দু’ঘন্টা। তাই নির্ধারিত সময়ে নাটক শুরু হবে বলেও জানিয়েছেন বিপ্লব।

শিলচরে আজ রবীন্দ্র উপন্যাস অবলম্বনে নাটক 'নৌকাডুবি'

দর্শকদের অনুরোধ করেছেন সময়ের অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করার। নাটক দেখার কিছু আমন্ত্রণপত্র বুধবার বঙ্গভবনে পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি। প্রসঙ্গত, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির উদ্যোগ ‘এ মাসের নাটক’-এর অঙ্গ হিসেবেই এবার ‘নৌকাডুবি’ মঞ্চস্থ করছে বিবর্তন থিয়েটার।

শিলচরে আজ রবীন্দ্র উপন্যাস অবলম্বনে নাটক 'নৌকাডুবি'

Author

Spread the News