মহালয়ার দিনেই হতেই চলেছে সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারতে

মহালয়ার দিনেই হতেই চলেছে সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারতে

২ অক্টোবর : বুধবার মহালয়ার দিনেই হতে চলেছে সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ মূলত দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, আর্কটিক, অ্যান্টার্কটিকা, আর্জেন্টিনা, উরুগুয়ে, বুয়েনস আইরেস, বেকা দ্বীপ, ফ্রেঞ্চ পলিনেশিয়া মহাসাগর, উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চল, ফিজি, নিউ চিলি, ব্রাজিল, মেক্সিকোতে দৃশ্যমান হবে এবং পেরুর কিছু জায়গা দেখা হবে।

এ বছরের শেষ সূর্যগ্রহণ এটি। এ বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ৮ এপ্রিল। সেই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হয়নি। ২ অক্টোবর হতে চলেছে বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ।

একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মধ্যে চলে যায়, ফলে সূর্যের সমস্ত আলো পৃথিবীতে পৌঁছতে পারে না। সাধারণত অমাবস্যার সময় এই সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণ চার প্রকারের হয়। পূর্ণগ্রাস, আংশিক, বলয়গ্রাস এবং হাইব্রিড সূর্যগ্রহণ। এটি হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ।

মহালয়ার দিনেই হতেই চলেছে সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারতে

এই গ্রহণ চলবে ৬ ঘণ্টারও বেশি সময় ধরে। গ্রহণ সাধারণত মোট ৫ ধাপে হয়। প্রথমে হয় পেনামব্রাল পর্যায়। এই সময় চাঁদের ছায়ার ক্ষীণ বাইরের অংশ ধীরে ধীরে সূর্যের চারপাশে একটি ছোট এলাকা অন্ধকার করে। এরপর হয় আংশিক পর্যায়। এই সময় চাঁদ সূর্যের চাকতিকে আবৃত করতে শুরু করে, একটি অর্ধচন্দ্রাকার আকৃতি হয় সূর্যের। এরপর আসে সম্পূর্ণ সূর্যগ্রহণ। এই সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে। অন্ধকার নেমে আসে চারপাশে। এরপর গ্রহণ যখন কাটে তখন আবার আংশিক হয় সেখান থেকে পেনামব্রাল পর্যায় হয়ে সূর্য আকাশে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

মহালয়ার দিনেই হতেই চলেছে সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারতে

এবারের গ্রহণ চলবে প্রায় ৬ ঘণ্টা ধরে। শুরু হবে ভারতীয় সময় অনুসারে রাত ৯ টা বেজে ১৩ মিনিটে এবং শেষ হবে পরেরদিন ভোরে ৩ টে বেজে ১৭ মিনিটে। তবে এদিনের এই সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News