জিরিবামে আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত কাঠ

বরাক তরঙ্গ, ২৭ ডিসেম্বর : আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে জিরিবামের মাখাবস্তি এলাকা থেকে কোটি কোটি মূল্যের চেরা কাঠ বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বৈধ বাণিজ্যের ছদ্মবেশে চোরাচালান করা কাঠটি রাজ্যের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরে বন কর্মকর্তাদের সহায়তায় অসম রাইফেলসের জওয়ানরা তাৎক্ষণিক পদক্ষেপ করে। অবৈধ পাচারের সময় অভিযান চালিয়ে তিনটি কাঠ বোঝাই লরি আটক করে বাহিনী। আসাম রাইফেলস এবং বন বিভাগ এই ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানায়। রাজ্যের মূল্যবান প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোন আপস নয়।

জিরিবামে আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত কাঠ

আটক পাচারকারী এবং বাজেয়াপ্ত সামগ্রীগুলি আরও তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অভিযানটি এই অঞ্চলের অখণ্ডতা রক্ষা করার পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য অসম রাইফেলসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

জিরিবামে আসাম রাইফেলস ও বন বিভাগের যৌথ অভিযানে বাজেয়াপ্ত কাঠ

Author

Spread the News