তিলথৈ বাজারে মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের পথ অবরোধ

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যুবরাজনগর ব্লকের স্ব-সহায়ক দলের মহিলারা শনিবার দুপুরে তিলথৈ বাজারে সরকারি বরাতপ্রাপ্ত ফরেন লিকার শপ বন্ধের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন। স্থানীয়দের অভিযোগ, তিলথৈ বাজারে অবস্থিত এই মদের দোকানের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দোকানটির আশেপাশে রয়েছে বসতবাড়ি, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই স্থানীয়রা দোকানটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

শনিবার বিক্ষুব্ধ মহিলারা মিছিল করে তিলথৈ বাজারে জড়ো হন এবং পরবর্তীতে তিলথৈ-আনন্দবাজার সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পানিসাগর থানার ওসি, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক এবং পানিসাগর মহকুমা শাসকের এক প্রতিনিধি। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারী মহিলারা অবরোধ প্রত্যাহার করেন। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের দাবি পূরণ করবে।

তিলথৈ বাজারে মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের পথ অবরোধ
তিলথৈ বাজারে মদের দোকান বন্ধের দাবিতে মহিলাদের পথ অবরোধ

Author

Spread the News