হাতির আক্রমণে তিন মহিলার মৃত্যু

১৩ ডিসেম্বর : ফের তাণ্ডব চালাল বুনো হাতির দল। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে তিন মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানের মেন্দাবাড়ির জঙ্গল এলাকায়। জানা গিয়েছে, এলাকার কয়েকজন মহিলা কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। কালচিনি ব্লকের দক্ষিণ মেন্দাবাড়ি এলাকার প্রায় ১০ জন মহিলা জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পথে জঙ্গলের ভিতরে হাতির দল তাদের ওপর আক্রমণ চলায়। ঘটনায় তিনজন মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। আরও এক মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বনদপ্তরের কর্মী ও পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই, দু’জন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজনের মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জলদাপাড়া বনবিভাগের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক নভজিৎ দে জানান, জঙ্গলের কোর এলাকার প্রায় এক কিলোমিটার ভেতরে ওই মহিলারা কাঠ সংগ্রহ করতে ঢুকেছিলেন। হাতির হামলায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বনদপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে।

Author

Spread the News