ধিঙে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ তিন সংগঠনের গুয়াহাটিতে

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : নগাঁও জেলার ধিঙের পাশাপাশি রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছাত্ৰী তথা মহিলাদের উপরে ধারাবাহিক নারকীয় ধৰ্ষণের  বিরুদ্ধে সমগ্ৰ অসমের ছাত্ৰছাত্রী, মহিলা, যুবক-যুবতী সহ সৰ্বস্তরের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। এরই সঙ্গে সংগতি রেখে রবিবার ছাত্ৰ সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস এবং যুব সংগঠন এআইডিওয়াইও’র আসাম রাজ্য কমিটির উদ্যোগে ধৰ্ষণের  বিরুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী রূপায়ন করা হয়। বহু সংখ্যক ছাত্ৰছাত্ৰী, মহিলা এবং প্ৰতিবাদী মানুষ সমবেত হয়ে  গুয়াহাটীর  বীরুবারীতে  মমবাতি সহ  মিছিল বের হয় ৷ প্ৰতিবাদীরা “ধিং সহ রাজ্যের বিভিন্ন স্থানে ধৰ্ষণের সঙ্গে যুক্ত অপরাধীদের  ফাঁসি দেওয়ার দাবি সহ ছাত্ৰী তথা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নারী হত্যা, ধৰ্ষণ বন্ধ করা, ফাৰ্ষ্ট ট্ৰেক কোর্টের মাধ্যমে  মহিলাদের উপরে সংগঠিত হওয়া সব ধরনের নির্যাতনের  বিচার প্ৰক্ৰিয়া সম্পন্ন করা, ধৰ্ষণের মতো মৰ্মান্তিক ঘটনাকে নিয়ে সাম্প্ৰদায়িক রাজনীতি বন্ধ করা, We want justice” ইত্যাদি শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলে। এআইডিএসও’র অসম রাজ্য কমিটির  সহ-সভাপতি পল্লব পেগুর পরিচালনায় আয়োজিত প্ৰতিবাদী সভায় অংশগ্ৰহণ করে এআইএমএসএস’র রাজ্য কমিটির সভাপতি ডাঃ চিত্ৰলেখা দাস বলেন, আমাদের রাজ্যে সংঘটিত লাগাতার ধৰ্ষণের ঘটনা রাজ্যবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে। রাস্তায়, ঘরে, বাইরে কোথাও মহিলারা সুরক্ষিত নয়। মেয়েদের উপরে এধরনের নিৰ্মম অত্যাচার সহ্য করতে না পেরে মহিলাদের  সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের  মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। অথচ এই  সমস্যার মূল কারণ পৰ্ণোগ্ৰাফি-অশ্লীলতা সহ মদ, ড্ৰাগস বন্ধ করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ ৷ এই ব্যর্থতার দায় স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিবৰ্তে মহিলা ধৰ্ষণকারীর জাত-পাত-ধৰ্মের কথা বলে নিকৃষ্ট সাম্প্ৰদায়িক রাজনীতি চালিয়ে যাচ্ছেন৷ ডাঃ দাস সব অপরাধীদের অবিলম্বে গ্ৰেফতার করে ফাৰ্ষ্ট ট্ৰেক কোর্টের মাধ্যমে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্ৰদান করার জোড়ালো দাবি জানান়।
 
এআইডিএসও’র রাজ্য সভাপতি প্ৰজ্জ্বল দেব বলেন, যুবসমাজের নৈতিক মেরুদণ্ড ধ্বংস করার প্ৰধান উপায় হচ্ছে অশ্লীলতা-পৰ্ণোগ্ৰাফি এবং মদ-ড্ৰাগসের ব্যাপক প্ৰচলন। কিন্তু সরকার এইসব বন্ধ করার পরিবর্তে উৎসাহ প্রদান করেই চলেছে। ফলে  চরিত্ৰ ধ্বংসকারী এই উপাদান সমূহ বন্ধ করার দাবীতে  তীব্ৰ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি উন্নত সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

ধিঙে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ তিন সংগঠনের গুয়াহাটিতে

কাৰ্যসূচীতে অংশগ্ৰহণ করে এআইডিওয়াইও’র অসম রাজ্য কমিটির কাৰ্যালয় সম্পাদক বিজিৎ কুমার সিনহা ছাত্ৰী তথা মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে মাদকদ্রব্যের অবাধ ব্যবসা বন্ধ করা; সামাজিক মাধ্যমে অশ্লীলতার প্রচার বন্ধ করার জন্যে সরকারকে  উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ করার দাবি জানান এবং শুভবুদ্ধি সম্পন্ন জনগণের প্রতি এর বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ধিঙে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ তিন সংগঠনের গুয়াহাটিতে
ধিঙে ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ তিন সংগঠনের গুয়াহাটিতে

Author

Spread the News