মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, রাজনগরে আহত তিন
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : এক্সেবেটরে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মারপিটে গুরুতরকভাবে আহত হলেন তিনজন। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দক্ষিণ ধলাইয়ের রাজনগরে। মাটি কাটাকে কেন্দ্র করে রসম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে বিবাদে সূত্রপাত বিষয়টিকে কেন্দ্র করে এক প্রস্থ মারপিটে লিপ্ত হন উভয়পক্ষ। তখন উভয় পক্ষের কয়েকজন আঘাত প্রাপ্ত হন। বিষয়টি উল্লেখ করে ধলাই থানায় উভয় পক্ষে জমা পড়ে এফআইআর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে আসে। অভিযোগ মতে শুক্রবার বিকেল দু’টা নাগাদ লালবাবু বড়ভূইয়া বাড়িতে পৌঁছে ঘরে প্রবেশ করতেই রসম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে লালবাবুকে আক্রমণ করেন। রসময়ের আঘাতে লালবাবুর ডান পায়ের উরুর দিকের বৃহৎ অংশ কেটে যায়। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানেও। দেবরকে রক্ষা করতে এগিয়ে আসেন বৌদি ছায়না বেগম বড়ভূইয়া।
আক্রমণকারী রসম বাহিনীর হাতে তিনিও আঘাতপ্রাপ্ত হন। আঘাতপ্রাপ্ত হন লালবাবুর স্ত্রী সবিতা বেগম লস্কর। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন ধলাই থানার সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লকড়া। পুলিশ আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। আঘাত গুরুতর হয় লালবাবু বড়ভূইয়া ও ছায়না বেগম বড়ভূইয়াকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাল্টা আক্রমণে রসম উদ্দিন ও আহত হন। তাকেও প্রেরণ করা হয় হাসপাতালে, তবে আঘাত গুুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয়।