তিলের বস্তার আড়ালে ফেন্সিডিল, চুরাইবাড়িতে আটক লরি সহ চালক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৮ জানুয়ারি : বাজারিছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় ধরা পড়ল নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই একটি লরি। শনিবার সকালে চুরাইবাড়ি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তিলের বস্তায় আড়াল করে পাচার করার চেষ্টা করা প্রায় ২০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল বোঝাই লরি আটক করেছে পুলিশ।
ধৃত লরি চালকের নাম রবিউল শেখ। তিনি পশ্চিমবঙ্গের মালদা থানার কালীচকের বাসিন্দা। জানা গিয়েছে, ডাব্লুবি ৬৫ সি ২৮৫২ নম্বরের বারো চাকার লরিটি কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা যাচ্ছিল। লরিটি তিল বোঝাই ছিল এবং তিলের মালিক হিসেবে আগরতলার বাসিন্দা শিব সরকারের নাম উঠে এসেছে।
চুরাইবাড়ি ওয়াচ পোস্টের গেট ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে দলবলসহ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তিলের বস্তার আড়ালে লুকিয়ে রাখা বিভিন্ন কার্টনে প্রায় ২০০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

চালক রবিউল শেখের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের নেশাজাতীয় সামগ্রীর পাচার রুখতে তল্লাশি চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।