ত্রিপুরায় প্রবেশের পথে আটক এক বাংলাদেশি যুবক সহ তিন

বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : সীমান্ত টপকে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে বিএসএফ জওয়ানদের হাতে আটক এক বাংলাদেশি যুবক। সঙ্গে আটক করা হয়েছে এক দালাল ও ই-রিকশা চালককে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন মালাকার বস্তি বিওপি এলাকায়।জানা গেছে, সোমবার রাতে এক বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তে টপকে ভারতের মাটিতে প্রবেশের সময় কর্তব্যরত বিএসএফ জওয়ানদের নজরে পড়ে। তখন ঐ যুবককে আটক করে। তার সঙ্গে থাকা দু’জনকে আটক করে বিএসএফ। মঙ্গলবার দুপুরে ধৃতদের ধর্মনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করে।

ধৃতরা হল সুমন শেখন(২৫)। তার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় এবং দালাল ইসলাম উদ্দিন (২৩) ও রজল মিয়া (২৪ )।উভয়ের বাড়ি ধর্মনগর থানা অধীন পশ্চিম চন্দ্রপুর গ্রামের তিন নং ওয়ার্ডে।

বাংলাদেশি যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট বাইশ হাজার পাঁচশো বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। ধৃত বাংলাদেশী যুবক জানায়, সে ভারত ও বাংলাদেশের উভয় সীমান্তের দলালদের ছয় হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

ত্রিপুরায় প্রবেশের পথে আটক এক বাংলাদেশি যুবক সহ তিন
ত্রিপুরায় প্রবেশের পথে আটক এক বাংলাদেশি যুবক সহ তিন
Spread the News
error: Content is protected !!