করিমগঞ্জ ও কাছাড়ের তিন বনকর্তার ডিসিএফে পদোন্নতি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : বন বিভাগের (এসিএফ) অ্যাসিস্টেন্ট কনজারভেটর অব ফরেস্ট থেকে ডেপুটি কনজারভেটর অব ফরেস্ট (ডিসিএফ) হিসেবে পদোন্নতি পেলেন করিমগঞ্জ ও কাছাড় ডিভিশনের তিন আধিকারিক। রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রক এক নোটিফিকেশনে একযোগে ছাব্বিশ জন এসিএফকে এই পদোন্নতি দেয়। এতে স্থান পেয়েছেন করিমগঞ্জ ডিভিশন থেকে দেবজ্যোতি নাথ ও কাছাড় ডিভিশনের মজিবুর রহমান চৌধুরী ও উত্তমানন্দ গোস্বামী। এখন থেকে এই আধিকারিকদের বিভিন্ন বন ডিভিশনের ডিএফও হিসেবে পোস্টিং দেওয়া হবে।
উল্লেখ্য, দেবজ্যোতি নাথ সহ মজিবুর রহমান চৌধুরী ও উমানন্দ গোস্বামী পাথারকান্দি উধারবন্দ ধলাই ও শিলচর সদর ফরেস্ট রেঞ্জে নিষ্ঠার সঙ্গে রেঞ্জ অফিসারের দায়িত্ব পালন করে গেছেন। তাঁদের পদন্নোতিতে খুশি ব্যক্ত করেছেন বিভাগীয় কর্মী সহ পরিচিত মহলের অনেকে।