বরাক ব্রাহ্মণ পরিষদের তিন দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : বরাক ব্রাহ্মণ পরিষদের তিনদিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হল। রবিবার রাঙ্গিরখাড়িস্থিত গোপাল জিউর আখড়ায় কর্মশালা সমাপ্ত হয়। এই প্রশিক্ষণ কর্মশালাটি পুরোহিতদের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং এটি দুর্গাপূজার ঐতিহ্য ও রীতিনীতি সঠিকভাবে পালনে সাহায্য করবে।

উল্লেখ্য, শুক্রবার উদ্বোধন করেছিলেন ভারত সেবা সংঘের শিলচর শাখার সম্পাদক গুণসিন্ধু মহারাজ। যেখানে অংশগ্রহণকারী পুরোহিতদের দুর্গাপূজার শাস্ত্রীয় দিকগুলো হাতে-কলমে শেখানো হয়েছে। এই কর্মশালাটি দুর্গাপূজার প্রস্তুতি এবং পালনের জন্য পুরোহিতদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। কর্মশালায় অংশগ্রহণকারী পুরোহিতদের শাস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে জানান বিশিষ্ট পণ্ডিত লক্ষীকান্ত ভট্টাচার্য, রাহুল ভট্টাচার্য এবং অজিত ভট্টাচার্য। এদিন  হাইলাকান্দি থেকে রামকৃষ্ণ নিম্বার্ক সংস্কৃত বিদ্যাপীঠের প্রধান আচার্য রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তিনি সন্ধিপূজা অর্থাৎ মহাঅষ্টমী ও মহানবমীর লগ্নে কীভাবে সন্ধিপূজা এবং কুমারী পূজা নিয়ে কিভাবে করতে হয় বিস্তারিতভাবে তুলে ধরেন।

এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন মৃদুল ভট্টাচার্য, সুমন ভট্টাচার্য, দিগেন্দ্র ভট্টাচার্য, দীপক ভট্টাচার্য প্রমুখ। গোটা অনুষ্ঠান পরিচালনা করেন বরাক ব্রাহ্মণ পরিষদের কর্মকর্তা গৌতম চক্রবর্তী।

Spread the News
error: Content is protected !!