সোনাই নদী থেকে তিনটি নৌকা সহ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক তিন

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : বার্মিজ সুপারি পাচারের বিরুদ্ধে বড় সফলতা পেল সোনাই পুলিশ। শুক্রবার সকালে সোনাই কাজিডহর এলাকায় সোনাই নদী দিয়ে পাচারের পথে তিনটি ইঞ্জিন চালিত নৌকা সহ আশি বস্তা অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে সোনাই পুলিশ।

এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি মানব হ্যান্ডিক  সদল বলে কাজিডহর এলাকায় সোনাই নদীতে অভিযান চালিয়ে বার্মিজ সুপারি বহনকারি তিনটি ইঞ্জিন চালিত নৌকা সহ আশি বস্তা অবৈধ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেন। সঙ্গে বার্মিজ সুপারি পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোনাই নদী থেকে তিনটি নৌকা সহ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত, আটক তিন

আটক ব্যক্তিরা হলেন সোনাই থানা এলাকার কাজিডহর প্রথম খণ্ড গ্রামের মামন রসিদ বড়ভূইয়া (২২), কচুদরম থানা এলাকার মোহনখালের সোয়েল আহমদ লস্কর (২৫) ও কচুদরম থানা এলাকার জোড়খাল গ্রামের এলটন মার (২৩)।
প্রতিবেদক : দেবু দাশ ও নিপ্পু লস্কর, ধলাই ও সোনাই।

Author

Spread the News