কৈলাসহরে তিন বাংলাদেশি নাগরিককে আটক

পিএনসি, ধর্মনগর।
বরাক তরঙ্গ, ২৬ নভেম্বর : ফের বাংলাদেশি নাগরিককে আটক করল  বিএসএফ। তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে কৈলাসহর থানার পুলিশের হাতে তোলে দেয়। কৈলাসহর থানার পুলিশ তিন বাংলাদেশের নাগরিকদের মঙ্গলবার দুপুরে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে।

এব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ প্রতিনিধিদের জানান, ধৃত বাংলাদেশের তিন নাগরিক অবৈধভাবে বিগত নয় মাস আগে ভারতের অন্ধপ্রদেশ রাজ্যে পৌঁছেন। সেখানে বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডে কাজ করেছেন বলে পুলিশের কাছে জানান ধৃত তিন বাংলাদেশি নাগরিক। অন্ধপ্রদেশ থেকে তারা সোমবার সন্ধ্যায় কৈলাসহরে আসে। গভীর রাতে কৈলাসহরের সমরুরপাড় এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের ১৮৬৯ নং পিলারের কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাবার সময় টহলরত বিএসএফ তিনজনকে আটক করা হয়। ধৃত তিনজন নাগরিক নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক।

ধৃত তিনজন বাংলাদেশি নাগরিকদের নাম হলো রায়হানুর রহমান, জায়েদ আহমেদ এবং রুমন মিঞা। রায়হানুর রহমানের বাড়ি বাংলাদেশের কুলাউড়া থানার অন্তর্গত এবং জায়েদ আহমেদ ও রুমন মিঞার বাড়ি বাংলাদেশের সিলেট জেলার কমলগঞ্জ এলাকায় বলে জানা গেছে।

Spread the News
error: Content is protected !!