নেপালের টাকার মানচিত্রের ম্যাপে ভারতের তিনটি এলাকা, বিতর্ক
৫ মে : ১০০ টাকার নয়া নোট ছাপিয়েছে নেপাল। নয়া নোটে রয়েছে নেপালের মানচিত্রের ছবি। আর সেই মানচিত্রের মধ্যে রয়েছে ভারতের তিন এলাকা। এবার সেই নোটকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।
ভারতের কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নেপালের অংশ বলেই দাবি করা হয়েছে মানচিত্রে। গত ৩ মে নেপালের নতুন এই নোট বাজারে আসতেই হইচই পড়ে গিয়েছে। এই প্রসঙ্গে নেপালের সরকারি মুখপাত্র রেখা শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ডের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে ১০০ টাকার নয়া নোটে নেপালের নয়া মানচিত্রের ছবি ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানিকেও অন্তর্গত করা হয়েছে।’
উল্লেখ্য, ভারতের এই তিন এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে নেপাল সরকার। যা নিয়ে দুই দেশের মধ্যে বিতর্ক চলে আসছে। ২০২০ সালের ১৮ জুন নেপাল নয়া মানচিত্রে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে অন্তর্গত করে। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নয়াদিল্লি।
নেপালের এই মানচিত্র বদলকে ‘একতরফা কাজ’ ও ‘কৃত্রিমভাবে বৃদ্ধি করা’ বলে দাবি করেছিল ভারত। এমনিতে পড়শি দেশ নেপালের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তবে মানচিত্রের এই ছবি ১০০ টাকার নোটে ছাপা নিয়ে দুই দেশের মধ্যে পুরোনো বিতর্ক উসকে যেতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।
খবর : উত্তরবঙ্গ, সংবাদ।