মায়ানমারে তুমুল সংঘর্ষ, দেশ ছাড়ছেন হাজার হাজার লোক
১৪ নভেম্বর : মায়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের তুমুল সংঘর্ষ চলছে। সোমবার মায়ানমারের নিরাপত্তা বাহিনীর একাধিক চৌকিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তার আশায় প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছে মায়ানমারের কয়েক হাজার মানুষ।
মায়ানমারের সীমান্তবর্তী জেলা চম্পাইয়ের প্রশাসক জেমস লালরিঞ্চানা বলেছেন, প্রায় ৫ হাজার মানুষ ভারতের মিজোরামে প্রবেশ করেছেন সংঘাত থেকে নিরাপদ আশ্রয়ের আশায়।
রাখাইন রাজ্যের সায়ত্ত্বশাসনের দাবিতে সশস্ত্র সংগ্রামে লিপ্ত আরাকান আর্মির মুখপাত্র খাইন থু খা জানিয়েছেন, তাদের যোদ্ধারা রাথেদাউং ও মিনবিয়া এলাকায় দুটি ফাঁড়ির দখল নিয়েছে। অন্যান্য জায়গায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমাদের লড়াই চলছে। এদিকে, সংঘাতের বিষয়ে মায়ানমারের সামরিক সরকারের মুখপাত্রের তাত্ক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।