কাছাড়ে সহস্রাধিক শ্রমিক কৃষকের তিনটি স্থানে সড়ক অবরোধ

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্ৰীয় ট্রেড ইউনিয়ন আহ্বানে সারা অসমের সঙ্গে কাছাড় জেলার তিনটি স্থানে সড়ক অবরোধ করল শ্রমিক কৃষক যৌথ মঞ্চ। বৃহস্পতিবার কালাইন, ভাগা ও শ্রীকোণায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিলেন হাজার হাজার শ্রমিক কৃষক। এ ছাড়াও সামিল হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং রন্ধন কর্মীরা। বিক্ষোভ চলাকালীন স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলেন আন্দোলনকারীরা।

এ দিন শ্রীকোণায় বক্তব্য রাখেন সিটুর কাছাড় জেলা সম্পাদক বিদ্যুৎ দেব, সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহসম্পাদক অরূপ চক্রবর্তী ও সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় জেলা সম্পাদক সুরজিৎ ঘোষ। কালাইন কর্মসূচিতে বক্তব্য রাখেন সিটুর কাছাড় জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য ও সমরেন্দ্র দেব এবং ভাগা অবরোধ কর্মসূচিতে বক্ত্যব্য রাখেন সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সভাপতি রেজামন্দ আলি বড়ভূইয়া।

কাছাড়ে সহস্রাধিক শ্রমিক কৃষকের তিনটি স্থানে সড়ক অবরোধ

বক্তারা কেন্দ্র ও রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, উভয় সরকার প্রতিনিয়ত শ্রমিক কৃষক বিরোধী নীতি গ্রহণ করে চলেছে ফলে শ্রমিকরা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অঙ্গনওয়াড়ি মিড্ ডে মিল কর্মীদের দাবি পূরণ করা হচ্ছে না। কৃষক তাঁর ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, জলসেচের ব্যবস্থা নাই সময়মত সার, বীজ কৃষকরা পাচ্ছে না বলে অভিযোগ তুলেন। জবকার্ডে শ্রমিকরা কোনও কাজ পাচ্ছে না। ব্যাঙ্ক, বীমা, রেল, বিদ্যুৎ সংস্থাকে পুঁজিপতিদের কাছে বিক্রি করে দিচ্ছে সরকার। ওষুধ, খাদ্য, কৃষি সামগ্রীর প্রতিদিন মূল্যবৃদ্ধি ঘটছে। সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নিচ্ছে না। এই সব দাবিতে সমগ্র দেশে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্রমিক ও কৃষকরা।

কাছাড়ে সহস্রাধিক শ্রমিক কৃষকের তিনটি স্থানে সড়ক অবরোধ

এও বলেন, আগামীকাল ১৬ ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক সংগঠন এবং গ্রামীণ ক্ষেত্রে ধর্মঘটে সামিল হচ্ছেন কৃষকরাও। অসমের মাধ্যমিক পরীক্ষা ১৬ তারিখ শুরু হচ্ছে তাই অসমে আজ এই কর্মসূচী পালন করা হল। ৫০০টি কৃষক সংগঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও গন সংগঠনের যৌথ মঞ্চ এক যোগে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধেই এই আন্দোলনের ডাক। আজকের আন্দোলনের কর্মসূচী চলাকালীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। সমগ্র কর্মসূচী শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়।

কাছাড়ে সহস্রাধিক শ্রমিক কৃষকের তিনটি স্থানে সড়ক অবরোধ

Author

Spread the News