প্রতিভাবান খেলোয়াড় বের করতে এই উদ্যোগ সরকারের : নীহাররঞ্জন

সোনাইয়ে শুরু হল খেল মহারণ .০২

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : সোনাইয়ে শুরু হল বিধানসভা ভিত্তিক খেল মহারণ .০২। শুক্রবার সকালে সোনাই এনজি এইচএস স্কুলের মাঠে আনুষ্ঠানিকভাবে খেল মহারণের উদ্বোধন করেন অথিতিরা। সাতদিন ব্যাপী খেল মহারণের বিভিন্ন ইভেন্টের খেলা সোনাই মাঠে অনুষ্ঠিত হবে। জিপি ভিত্তিক খেলায় অংশ নিয়ে ওঠে আসা খেলোয়াড়রা বিধানসভা ভিত্তিক খেলা শেষে জেলা ও রাজ্য পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিন খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রতিভাবান খেলোয়াড় বের করতে উদ্যোগ নিয়েছে। ভারত সরকারের খেলো ইন্ডিয়া ও রাজ্য সরকারের খেল মহারণের ফলে দেশে ক্রীড়ার উন্নতি হচ্ছে বলে জানান তিনি।

প্রতিভাবান খেলোয়াড় বের করতে এই উদ্যোগ সরকারের : নীহাররঞ্জন

এছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এডিসি কিমসিম লাংহুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেল মহারণ কমিটির সভাপতি দিপুকুমার দাস। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ারপারসন শিলুরানি দাস, মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন প্রমুুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়াবিদ বদর উদ্দিন মজুমদার।

প্রতিভাবান খেলোয়াড় বের করতে এই উদ্যোগ সরকারের : নীহাররঞ্জন

Author

Spread the News