দোহালিয়ায় একই রাতে আটটি দোকানে চোরের তাণ্ডব
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : পাথারকান্দির দোহালিয়া শিববাড়ি এলাকায় একই রাতে পর পর আটটি দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। রবিবার রাত অনুমানিক দুটো নাগাদ একদল চোর ভারি বৃষ্টির সুযোগে স্থানীয় একটি দোকানের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানগুলোর মধ্যে থাকা বেড়া ভেদ করে অন্য দোকানে পৌছে যায়। এভাবে সড়কের উভয় পাশের আটটি দোকানে চুরি কাণ্ড সংঘটিত হয়। দোকনগুলোর মধ্যে রয়েছে মিটন দেবের মুদি দোকান, আশিস ধরের জুয়েলারি, রূপক চক্রবর্তীর ফার্মাসি, ইন্দ্রজিৎ দাসের সবজির দোকান, হিমাংশু নাথের ফার্মাসি, মিঠু দাসের মোবাইল দোকান, শুধাংশু নাথের মুদি দোকান ও সুজিৎ ধরের চায়ের দোকান।ধারনা করা হচ্ছে বৃষ্টির কারনে বাজারের পাহারাদার অন্যত্র কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। পুলিশের এডি ক্যাম্পের পাশেই এ ঘটনায় কিছুটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
দোকানগুলো থেকে বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা ও জুয়েলারি থেকে কিছু অলঙ্কারও চুরি করে পালিয়ে গেছে চোরেরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মিটন দেব সহ অন্যদের। তবে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ক্ষতিগ্রস্থরা এ ব্যাপারে নিজ থেকে পুলিশে লিখিত নালিশ জানাবেন বলে জানিয়েছেন। ঘটনার পর সোমবার সকালে পাথারকান্দি পুলিশের একটি দল তদন্তে নেমে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
এ কাণ্ডে স্থানীয় চোরদের পাশাপাশি বাইরের চোরেরা জড়িত থাকার ধারনা করা হচ্ছে। এলাকায় ঘন ঘন চুরি ঘটনা রুখতে স্থানীয় জনগণ এডি ক্যাম্পটি বাজারে স্থাপনের জন্য পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের হস্তক্ষেপ কামনা করেছেন।