শ্রীকোণা বাংলাঘাটে পচাগলা ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার, চাঞ্চল্য
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : শিলচর শ্রীকোণা বাংলাঘাটে ঝুলন্ত অবস্থায় পচাগলা যুবকের লাশ উদ্ধার। এ ঘটনায় এলাকার চাঞ্চল্য পরিবেশ সৃষ্টি হয়। সোমবার শিলচর শ্রীকোণা বাংলাঘাট এলাকার লোকরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে রাস্তার পাশে থাকা জঙ্গলে গিয়ে দেখেন পচাগলা এক যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দেন তারাপুর আউট পোস্টে।
খবর পেয়ে ইনচার্জ রাজুরঞ্জন দে দল বল সহ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। মৃত যুবকের কোনও পরিচয় পাওয়া যায়নি।