ত্রিপুরায় ৯জন বাংলাদেশি নাগরিক আটক
পিএনসি, আগরতলা।
বরাক তরঙ্গ, ৮ নভেম্বর : বিএসএফ এবং রেলওয়ে পুলিশ জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার আগরতলায় বৈধ কাগজপত্র ছাড়াই ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে একজন নারী ও দুই ট্রান্সজেন্ডার রয়েছে।
অন্য একটি অপারেশনে, কৈলাশহর জেলার উনকোটির অধীনে বিওপি সমরূপার বিএসএফ জওয়ানরা ২ জন নাবালক সহ তিনজনঈ বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশ করার চেষ্টা করার সময় আটক করে। তিনজন বাংলাদেশি নাগরিকই একই পরিবারের সদস্য এবং বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা।