বরাক তরঙ্গ, ২১ নভেম্বর : হাইলাকান্দিতে সোনা চুরির ঘটনায় এক চোর এবং এক সোনার দোকান মালিককে গ্রেফতার করেছে পুলিশ। কয়েক দিন আগে শহরের দু’টি বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার অলঙ্কার চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সদর ফাঁড়ির মামলা নং ১৬১/২৫ ও ১৬৪/২৫ অনুসরণ করে কলেজ আউটপোস্টের ওসি-ইনচার্জ এসআই শংকর নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর রিজু মিয়া বরভুইয়া এবং চুরি করা সোনা ক্রয়কারী দিলদার সুনারকে আটক করা হয়।
দিলদার সুনারের বাড়ি বরপেটা জেলার সরভুঘাটে বলে জানা গেছে। দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং দু’জনকেই দুই দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।


