বড়শিতে হাঙর বা ডলফিন নয়,৩২ কেজির কোকেন ভর্তি প্যাকেট

১৩ আগস্ট : শখের বশে আটলান্টিক মহাসাগরে বড়শি ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন ক্যাস্টর। আর তার বড়শিতে ধরা পড়ল ৩২ কেজি ওজনের বিশাল একটা কিছু।

হাঙর, ডলফিন আটকালো নাকি? খুব আগ্রহ নিয়ে বড়শি টেনে তিনি দেখলেন কোনো মাছই নয়, একটি প্যাকেট মাত্র। আর প্যাকেট খুলেই চোখ ছানাবড়া তার। এর ভেতরে ভর্তি রয়েছে মাদক কোকেন। প্রায় ১১ লাখ মার্কিন ডলার মূল্যের কোকেন রয়েছে সেখানে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার কোকেন! গত ২৩ জুলাইয়ে এ অদ্ভুত ঘটনাটি ঘটে। তবে গত ৮ আগস্টের এক প্রতিবেদনে এ ঘটনাটি প্রকাশ করেছে নিউইয়র্ক পোস্ট। ঘটনার বিষয়ে মেয়র জেন ক্যাস্টর জানান, অবসর পেলে সপরিবারে সমুদ্রে নৌকাভ্রমণে বের হন তিনি। সেদিনও একইভাবে আটলান্টিকের তীরে বেড়াতে যান তিনি। সঙ্গে নিয়ে যান বড়শি।

এক পর্যায়ে মাছ ধরার শখ জাগে তার। এ সময় কিছু একটা ভাসতে দেখেন তার পরিবারের এক সদস্য। কৌতূহলবশত নৌকা কাছে নিয়ে বড়শির সাহায্যে ওই বস্তুটিকে টেনে নিয়ে আসেন নৌকায়। দেখেন প্লাস্টিক দিয়ে বাঁধা একটি প্যাকেট। প্যাকেট খুলেই বুঝতে পারেন এতে রয়েছে কোকেন। তীরে পৌঁছেই বিষয়টি স্থানীয় পুলিশকে জানান মেয়র। যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ডের কাছে প্যাকেটটি দেন।

Author

Spread the News