দার্বি চা বাগানের তিনটি মন্দিরে চুরি ও ভাঙচুর

দার্বি চা বাগানের তিনটি মন্দিরে চুরি ও ভাঙচুর

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : অযোধ্যায় রামলালায় প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উদ্বোধন ঘিরে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকাও নানা অনুষ্ঠানে ব্যস্ত ঠিক সেসময় ধলাই দার্বি চা বাগানের তিনটি মন্দিরে চুরি ও ভাঙচুর চালালো দুস্কৃতিরা। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষুব্ধ স্থানীয় জনগণ সহ বিশ্বহিন্দু পরিষদ ও সংঘ পরিবার। মন্দির ভাঙচুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রাস্তাঘাট অবরোধ করে রাখে, খবর পেয়ে সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে সদলবলে ছুটে আসেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ ধলাই পুলিশের ইন্সপেক্টর ওসি মনোজ বরুয়া। চলে সড়ক অবরোধ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ও শর্ত সাপেক্ষে সড়ক অবরোধ মুক্ত করা হয়। আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের সনাক্ত করে গ্রেফতার করার প্রতিশ্রুতি দেয় পুলিশ প্রশাসন।

অপরদিকে বিশ্বহিন্দু পরিষদ ও সংঘ পরিবারের লোকেরা সাফ জানিয়ে দেন যে, বাহাত্তর ঘন্টার  মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে পুনরায় সড়ক অবরোধ সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। এছাড়া তারা এও বলেন, বাহাত্তর ঘন্টা নয়, বাহাত্তর দিন অপেক্ষায় থাকবেন”।

দার্বি চা বাগানের তিনটি মন্দিরে চুরি ও ভাঙচুর

তবে দূষ্কৃতীদের গ্রেফতার করা না হলে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা ও পূজার্চনা বন্ধ থাকবে জানায় তারা।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News