মাদক বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যুবক কটামণিতে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : বাজারিছড়া থানাধীন কটামণি ওয়াচ পোস্ট পুলিশের হায়ে ধরা পড়ল নেশাজাতীয় সামগ্রী সহ এক যুবক। জানা গেছে, শনিবার কটামনি বাজার সংলগ্ন এক স্থানে সন্দেহযুক্ত নেশা সামগ্রী বিক্ৰি করতে গিয়ে স্থানীয় জনগণের হাতে ধরা পড়ে ঝেরঝেরি এলাকার জাবির হোসেন (২৪) নামে এক যুবক। এরপর স্থানীয় জনগণ কটামণি ওয়াচ পোস্ট পুলিশের হাতে সমঝে দেন জাবিরকে।

এ দিন পূর্ব পরিকল্পনা মোতাবেক সকাল দশটা নাগাদ জাবির কটামণি এলাকার কাউকে মাদক পৌঁছে দিতে আসলে তার আগাম টের পেয়ে তাকে ধরার ফন্দি করেন জনগণ। নির্ধারিত সময়ে জাবির কটামণি পৌঁছলে তাকে কৌশলে আটক করেন স্থানীয়রা। তার কাছ থেকে বেশ কয়েকটি সন্দেহযুক্ত মাদকের কৌটা উদ্ধার হয়।

মাদক বিক্রি করতে এসে জনতার হাতে ধরা পড়ে যুবক কটামণিতে

Author

Spread the News