ঝাঞ্ঝারবালিতে উরুস ৪ জানুয়ারি, প্রস্তুতি শুরু

ঝাঞ্ঝারবালিতে উরুস ৪ জানুয়ারি, প্রস্তুতি শুরু

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : আগামী ৪ জানুয়ারি শনিবার শাহসূফী মওলানা মুহসিন আলির (বড় মৌলভী) ৭০তম ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোনাইর ঝাঞ্ঝারবালি রওজা সংলগ্ন মাঠে উরুস মহফিলের প্যান্ডেলের কাজের সূচনা করা হয়। প্যান্ডেলের কাজের সূচনা করেন উরুস কমিটির সভাপতি তথা সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মওলানা নুরুন্নবী বড়ভূইয়া ও সোনাই আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মওলানা মুফতি মোহাম্মদ উল্লাহ বড়ভূইয়া।

সভাপতি জানান, ৪ জানুয়ারি শনিবার বাদ মাগরিব কোরান খতম, বাদ এশা ওয়াজ মহফিল এবং বাদ ফজর তরিকতের খতম, খতমে খাজেগান, মিলাদ, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ করা হবে।

ঝাঞ্ঝারবালিতে উরুস ৪ জানুয়ারি, প্রস্তুতি শুরু

রবিবার সূচনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাফেজ মওলানা জুবায়ের আহমেদ বড়ভূইয়া, মওলানা কমরুল ইসলাম বড়ভূইয়া, মওলানা শাহ আলম বড়ভূইয়া, মওলানা মহিবুল হোসেন বড়ভূইয়া, বাহারুল ইসলাম বড়ভূইয়া, কমরুল ইসলাম লস্কর, ফারুক আহমেদ বড়ভূইয়া, জিয়াউল হক বড়ভূইয়া ওরফে পিঙ্কু, আহমদ উল্লাহ বড়ভূইয়া সহ অন্যান্যরা।

Author

Spread the News